যারা পেনশনভোগী তাদের বৃহস্পতিবারটা কাটল ব্যাপক দুর্ভোগে্। প্রতি মাসের শেষ তারিখে সাধারণত পেনশন পেযে থাকেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু এদিন বিভিন্ন পোস্ট অফিসে গিয়ে হয়রানির শিকার হতে হয়। অপেক্ষার পর অপেক্ষা করেও মেলেনি পেনশন। পরে পোস্ট অফিসের তরফে বলা হয় সফটওয়্যারের গন্ডগোলের জন্য অবসরকালীন ভাতা দেওয়অ সম্ভব হচ্ছে না বৃহস্পতিবার।
এ ব্যাপারে পেনশনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পাঁচুগোপাল দত্ত বণিকের অভিযোগ, প্রতি মাসের শেস দিন বা তার আগের দিন পোস্ট অফিসের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেইমতো এদিন পেনশন নিতে হাজির হয়েছিলেন পোস্ট অফিসে। কিন্তু পেনশন মেলেনি।
পাঁচুগোপাল দত্ত আরও বলেন, বেলেঘাটা, আলিপুর সহ একাধিক হেড পোস্ট অফিসের তত্ত্বাবধানে যে পোস্ট অফিসগুলি রয়েছে সেখান থেকেই মূলত পেনশনধারীদের পেনশন না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়।যদিও ওই সব পোস্ট অফিসের তরফে জানানো হয়, সফটওয়্যারের সমস্যার জন্য এদিন পেনশন দেওয়া সম্ভব হল না।
এই অভিযোগ সম্পর্কে রাজ্যের পোস্ট মাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য্ বলেন, সফটওয়্যার সমস্যাজনিত কারণে এদিন ডাক বিভাগসহ কেন্দ্রীয় সরকারের অন্যান্য কর্মচারীদের পেনশন ও বেতন দেওয়া যায়নি। দ্রুত সেই সমস্যা দূর করে আগামী দু এক দিনের মধ্যে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct