মঙ্গলবার ভোরে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বালাকোটে জৈশ মোহাম্মদ জঙ্গি সংগঠনের ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। তার পাল্টা হিসেবে এদিন পাকিস্তান এয়ার ফোর্স এল ও সি পার হওয়া দুটি ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান ভূপতিত করেছে। এমন আবহে এদিন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে শান্তির বার্তা দিয়ে জানান, যুদ্ধ কোন কিছুর সমাধান নয়। যুদ্ধ একবার শুরু হলে কারোর হাতে তার নিয়ন্ত্রণ থাকেনা। তাই উভয় দেশের উচিত একসঙ্গে আলোচনার টেবিলে বসে এর সমস্যার সমাধান খোঁজা। ইমরান খান এদিন বলেন, ' পাকিস্তানের মাটি ব্যবহার করে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাবে সেটা আমাদের স্বার্থ বিরোধী। তাই আমি ভারতকে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আশঙ্কা ছিল ভারত হামলা চালাতে পারে । আমিও ভারতকে জানিয়েছিলাম তারা হামলা করলে পাকিস্তান তার কড়া জবাব দেবে। ' একটু থেমে, ' আগের দিন ভারত যখন হামলা করে, তখনই বিষয়টি নিয়ে আমি সেনা প্রধানের সঙ্গে আলোচনা করি। আমরা কিন্তু তাড়াহুড়ো করে এর কোন জবাব দিতে যাইনি। আজ আমরা যেটা করেছি তার একমাত্র লক্ষ্য ছিল ভারত কে বোঝানো যে, তারা যেটা করতে পারে, পাকিস্তানও তার পাল্টা দিতে পারে।' ইমরান খান আরো বলেন, 'যুদ্ধ কখনোই সঠিক পথ হতে পারে না। আর সেটা বারবার প্রমাণিত হয়েছে। কেউ জানে না একটা যুদ্ধ কোথায় গিয়ে থামবে। ভারতকে মনে করে দিতে চাই, আপনাদের ও আমাদের যে অস্ত্র গুলো আছে, তা দিয়ে কি আমরা যুদ্ধ শুরু করার মত ভুল সিদ্ধান্ত নিতে পারি? যদি আমরা এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে তার নিয়ন্ত্রণ না আমার হাতে থাকবে, না মোদির হাতে থাকবে। তাই আমি আবারও ভারতকে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের কথা বলছি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct