পাকিস্তানের মাটিতে গড়ে ওঠা জঙ্গী ঘাঁটি ভারত দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে উড়িয়ে দেওয়ার একদিন পরেই এদিন পাকিস্তানও ভারতের সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে। এর কিছুক্ষণের মধ্যে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন। এমন এক আবহে একত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালানোর স্লোগান দিয়ে সবাইকে চমকে দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম। টুইট করে ওয়াসিম আক্রম ভারতের পাশাপাশি পাকিস্তানকেও নিজেদের মধ্যে যুদ্ধের পরিবর্তে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে যুদ্ধ করার পরামর্শ দিলেন। ওয়াসিম আক্রাম টুইটারে লেখেন, 'ভারাক্রান্ত হৃদয় আমি ভারতের কাছে আবেদন করছি, পাকিস্তান তোমাদের শত্রু নয়। যারা তোমাদের শত্রু, তারা আমাদেরও শত্রু। একে অপরের রক্ত ক্ষয় এর আগে আমাদের বোঝা উচিত দুই পক্ষই একই যুদ্ধক্ষেত্রে লড়াই করছি। আমাদের উচিত হবে একে অপরের সঙ্গে না লড়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct