ভারতীয় সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানকে একঘরে করতে এখন তাদের বিশ্বকাপ থেকে নির্বাসনে পাঠানোর প্রস্তাব দিয়েছে ভারত। এজন্য তারা বিশ্বক্রিকেট নিয়ামক সংস্থাকে চিঠিও দিয়েছে। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কট করার কথাও ভাবছে ভারত। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআইি এর কমিটির প্রধান বিনোদ রাই তো দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে পাকিস্তানকে সমস্ত খেলাধুলো থেকে নির্বাসিত করা উচিত বলে মনে করেন। কিন্তু বাস্তবে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নির্বাসিত করা সহজ নয়, তা এদিন স্বীকার করে নিলেন খোদ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।এক প্রতিক্রিয়ায় সৌরভ বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারত এখন আর দ্বিপাক্ষিক সিরিজে খেলে না। ভারত-পাকিস্তান শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০০৬ সালে। কিন্তু পাকিস্তানকে বিশ্বকাপের আসর বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করার যে চেষ্টা সেটা কতটা সফল হবে, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। কারণ এটা খুব বড় ব্যাপার।’ প্রশাসনিক দিক থেকে সৌরভের আরও যুক্তি, ‘আইসিসি আলাদা একটি প্রতিষ্ঠান। বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা একটি প্রতিযোগিতা। এটা কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়। আমার মনে হয়, পাকিস্তানকে বিশ্বকাপ বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাতিল করা সম্ভব নয়। ভারত সরকারের পক্ষে আইসিসিতে গিয়ে পাকিস্তানকে নির্বাসিত করার দাবি জানানোর বিষয়টি খুব কঠিন ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct