রাতে মশার উপদ্রব। তাই তাদের জব্দ করতে মশারির শরণাপন্ন হওয়া ছাড়া কোনও উপায় ছিল না। কিন্তু হাতের কাছে দড়ি না পেয়ে সেই মশারি টাঙাতে ব্যবহার করা হল মানুষের হাড়। মশারি টাঙ্গানোর এমন অদ্ভুত দৃশ্য দেখা গেল বর্ধমান মেডিকেল কলেজের হোস্টেলে। অ্যানাটমি বিভাগে রাখা হাড়ের সাহায্যে মশারি টাঙানোর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! জানা গিয়েছে, বর্ধমান মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র কওসার শেখ সম্প্রতি হোস্টেলে মশারি টাঙানোর জন্য দড়ি পাচ্ছিলেন না বলেই কলেজের অ্যানাটমি বিভাগ থেকে মানুষের হাড় নিয়ে এসে মশারি টাঙিয়ে ঘুমান। পরের সেই ছবি আবার ফেসবুকে পোস্টও করেন কওসার। সেই ছবির ক্যাপশনে লেখা ছিল, 'যখন আপনি মশারি টাঙাতে বাধ্য, কিন্তু হোস্টেলে দড়ি নেই। যার হাড় সে না জানি কী ভাবছে এসব দেখে।’ নিছক মজা করার জন্য এমনটা ঘটিয়েছেন বলে দাবী করেছেন কওসার শেখ। যদিও ঘটনাটিকে আমল দিতে রাজি হননি বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ সুহৃতা পাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct