নরেন্দ্র মোদি সরকার কেন্দ্রে আসার পর দেশের বিভিন্ন বিমানবন্দরের বেসরকারিকরণ জোরকদমে শুরু হয়েছে। প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা পিপিপি মডেলে দেশের বিভিন্ন বিমানবন্দর ইতিমধ্যে বেসরকারি সংস্থার হাতে দেওয়া হচ্ছে। এবার পিপিপি মডেলে দেশের পাঁচটি ব্যস্ত বিমানবন্দর হাতে নিতে সবচেয়ে বেশি দর দিয়েছে মোদি ঘনিষ্ঠ ব্যবসায়ী আদানির গোষ্ঠী। এ ব্যাপএর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক সোমবার জানিয়েছেন, দেশের ৬টি বিমানবন্দর পরিচালনা করার জন্য সরকারের কাছে যেসব দরপত্র এসেছে তার মধ্যে পাঁটেতে জয়ী হয়েছে আদানি গোষ্ঠী। আদানি গোষ্ঠী যে পাঁচটি বিমানবন্দর পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি দর গিয়েছে সেগুলি হল গুজরাতের আহমদাবাদ বিমানবন্দর, কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দর, উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দর, কর্নাটকের ম্যাঙ্গালুরু বিমানবন্দর ও রাজস্থানের জয়পুর বিমানবন্দর।শীঘ্রই নিয়মকানুন মেনে এই পাঁচটি বিমানবন্দর পরিচালনার ভার আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে।
জানা গেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দেশের ৬টি বিমনবন্দর পরিচালনার জন্য ১০টি কোম্পানির কাছ থেকে প্রায় ৩২টি টেকনিক্যাল বিড পেয়েছে। আহমদাদাবদ ও জয়পুর বিমানবন্দরের জন্য সাতটি করে বিড এসেছে।লখনউ ও গুয়াহাটি বিমানবন্দর পেয়েছে ছটি করে। আর ম্যাঙ্গালুর ও তিরুঅনন্তপুরম বিমানবন্দ পেয়েছে তিনটি করে বিড।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ছটি বিমানবনন্দরকে পিপিপি মডেলে বেসরকারি হাতে দেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct