ভারত থেকে হাজার হাজার মানুষ শ্রমিকের কাজে যান সংযুক্ত আরব আমিরাতে। সেখানকার সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে শ্রমিক হিসেবে রেজিস্টার বা নিবন্ধন করতে হয়। নির্দিষ্ট মেয়াদের পর রিনিউ করতে হয়। সংযুক্ত আরব আমিরাতের টেকলো ডু’তে নিজের মেয়াদোত্তীর্ণ আইডি নবায়ন করার কথা বলা হয়েছিল। সেই সঙ্গে অফার দেওয়া হয়েছিল রিনিউ যারা করবেন তাদের নিয়ে লটারি হবে। তাতে ভালো পুরস্কার পাওয়া যাবে। নিজের আইডি রিনিউ করার পর এক ভারতীয় শ্রমিক জিতে নিলেন প্রায় দেড় কোটি টাকা মূল্যের গাড়ি। পাঞ্জাব থেকে যাওয়া বলবীর সিং যে ম্যাকলরেন সুপারকারটি পেয়েছেন তার বাজার মূল্য দুই লাখ ১০ হাজার মার্কিন ডলার। টেকলো ডু’তে নিজের মেয়াদোত্তীর্ণ আইডি নবায়ন করার জন্য লটারিতে মিলল ম্যাকলরেন ৫৭০এস স্পাইডার গাড়িটি। শত শত কাস্টমারের মধ্যে লটারিতে বলবীর সিং ভাগ্যবান হয়ে ওঠেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের নিবন্ধন নীতির অধীনে টেকলো তাদের কাস্টমারদের রেজিস্ট্রেশন নম্বর ৩১ শে জানুয়ারির মধ্যে রিনিউ করার আহ্বান জানায়। এ সময়ের মধ্যে রিনিউ না করালে তাদের কাজ করা বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়। বলা হয়, যারা ওই নীতির অধীনে নিবন্ধন করিয়েছেন তারা লটারির মাধ্যমে একটি গাড়ি জেতার সুযোগ পাবেন।
প্রায় ১০ বছর ধরে আরব আমিরাতে থাকা বলবীর সিং এই গাড়ি পেয়ে স্বভাবতই খুব খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct