দলিতদের নানাভাবে বঞ্চিত করার অভিযোগ আগেই উঠেছিল। এমনকি সামাজিক বৈষম্যের অভিযোগও ছিল। এবার রাজনৈতিক বৈষম্যের অভিযোগ উঠল। তবে এবার কর্নাটকে। দলিত ভাবাবেগকে উস্কে দিয়ে এই অভিযোগ তুললেন খোদ কংগ্রেস জেডিএস জোটের উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর।
জোট ফর্মুলায় কর্নাটকে জেডিএস নেতা কুমারাস্বামী মুখ্যমন্ত্রী আর উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর। জি পরমেশ্বর রোববার অর্যাশনা তুললেন, তিনি দলিত সম্প্রদায়ের বলেই তাকে কোনোদিন মুখ্যমন্ত্রী করা হবে না। এমনিতেই কর্নাটকে বিজেপি অন্য দলের বিধায়কদের ভাঙানোর চেষ্টা করছে। নজর রয়েছে কংগ্রেস বিধায়কদের উপরেও। তার মধ্যে উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের মন্তব্য পরিস্থিতি আরো জটিল করে তুলছে।
জি পরমেশ্বর আরো অভিযোগ করেছেন, শুধু তিনি নন দলিত নেতা বাসব লিংগাপ্পা ওকে এস রঙ্গনাথ নন বর্তমান সাংসদ কালবুরগা থেকে শুরু করে মল্লিকার্জুন খারগে সবাই কর্নাটকের মুখ্যমন্ত্রী হওয়া থেকে বঞ্চিত। জি পরমেশ্বরের মন্তব্য তাই ফের দলিত ভাবাবেগকে উস্কে দিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct