গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বামেদের সাংসদ তালিকায় মুসলিমদের আধিক্য ছিল। সিপিএমের হয়ে মাত্রা দুজন সাংসদ জয়ী হয়েছিলেন। মুহাম্মদ সেলিম জিতেছিলেন রায়গঞ্জ থেকে। আর মুহাম্মদ বদরুদ্দোজা জিতেছিলেন মুর্শিদাবাদ থেকে। এবার তাদের যেটা মুশকিল হলেও প্রার্থী পদে পরিবর্তন করা হচ্ছে না বলে আলিমুদ্দিন সূত্রে খবর।
তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল সিপিএম এবার চাইছে তাদের পুরানো মুসলিম ভোট ব্যাংক ফিরে পেতে। যদিও তারা মনে করছে তাদের মুসলিম ভোট ব্যাংকের প্রায় সবটাই দখল করে নিয়েছে তৃণমূল। তার উদাহরণ মুর্শিদাবাদ জেলা। যেখানে কংগ্রেস দুর্গে সিপিএম তথা বামেরা ছিল দ্বিতীয় শক্তি সেখানে তৃণমূল জেলা পরিষদ দখল করে নিয়েছে। কংগ্রেসের যেতা প্রায় সব মুসলিম বিধায়ক তৃণমূলে চলে গেছে। তবুও হল ছাড়তে চাইছে না সিপিএম। মুসলিম প্রধান মুর্শিদাবাদ জেলায় শুধু নয় এবার অন্য জেলায়ও লোকসভা নির্বাচনে বেশি মুসলিম প্রার্থী দিতে চাইছে বামেরা। অতীতে এ ব্যাপারে ছুঁতমার্গ থাকলেও এখন সেসব দূরে সরাতে চায় তারা। এনিয়ে সিপিএম ইতিমধ্যে শরিক দলের সঙ্গে কথা বলতে শুরু করেছে।
জানা গেছে, সিপিএমের কৌশল হচ্ছে তারা জিততে না পারলেও তৃণমূল যাতে জিততে না পারে বিশেষত মুসলিম প্রধান এলাকায়। সে জন্য যে বসিরহাট লোকসভা কেন্দ্রে বামেরা মুসলিম প্রার্থী দিত না এবার সেখানে মুসলিম প্রার্থী দিতে পারে। সূত্র জানিয়েছে, রায়গঞ্জে যেটা কঠিন বুঝে সেখানে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ইমরান আলী রামজকে প্রার্থী করা হতে পারে। আর মুহাম্মদ সেলিমকে নামানো হতে পারে বসিরহাট কেন্দ্রে। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নির্বাচন নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তৃণমূলের ইদ্রিস আলী আর হাজী নুরুলেরমাধ্যে যে গোষ্ঠীদ্বন্দ রয়েছে তাকে ঢাল করতে চায় সিপিএম। তাই সেলিমকে প্রার্থী করে চ্যালেঞ্জ জানাতে চাই। অন্যদিকে জঙ্গিপুর, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, পূর্ব বর্ধমানা বামে মুসলিম প্রার্থীদিতে চায় বলে সূত্রের খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct