কাশ্মীরের পুলওয়ামায় ৪৯ জন ভারতীয় জওয়ান হত্যাকাণ্ডের পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট ম্যাচ বন্ধ করার জোরদার দাবি উঠেছে। ইতিমধ্যে যে কোনো পাক খেলোয়াড়কে ভারতে আসার ব্যাপারে অনুমতি খারিজ করে হয়েছে। তবে সবচেয়ে বিতর্ক উঠেছে বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান খেললে তাদের সঙ্গে ভারতের ম্যাচ বয়কট করা হবে কিনা তা নিয়ে। এর আগেও পাকিস্তানের সঙ্গে ভারত ক্রিকেট ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিশ্বকাপে এমন সিদ্ধান্ত কখনো নেওয়া হয়নি।
ভারত পাক সিরিজ বন্ধ হওয়ার পর এবার বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে না খেলার দাবি জোরদার হয়েছে। এমনকি সাম্প্রতিক জঙ্গি হামলার ব্যাপারে আইসিসির কাছে পাকিস্তানকে নিষিদ্ধ করারও দাবি উঠেছে। কি তা কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ইন্ডিয়া টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেছেন, আমার মনে হয় না আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে নিষিদ্ধঘোষনা করবে। এটা সম্ভব নয়। তবে এই মন্তব্য একেবারেই ব্যক্তিগত বলে সৌরভ জানান।
সৌরভ আরও বলেন, ভারত পাক সিরিজ বাতিল করা এক জিনিস আর বিশ্বকাপে পাকিস্তানকে নিষিদ্ধ করা আর এক জিনিস।
তার মতে ভারত সরকারের পক্ষে আইসিসির কাছে পাকিস্তানকে বিশ্বকাপ ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিষিদ্ধ করার দাবি জানানো খুব শক্ত। এক শতাংশ সম্ভাবনা নেই আইসিসিকে প্রভাবিত করে তাদেরকে মানানো।
উল্লেখ্য, বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করবে কিনা তা নিয়ে বিসিসিআই এখনো সিদ্ধান্ত নেয়নি। এ ব্যাপারে মতবিরোধ স্পষ্ট। সুনীল গাভাস্কার বলেছেন, ম্যাচ বয়কটের চেয়ে পাকিস্তানকে খেলে হারানোয় সবচেয়ে বড় ব্যাপার হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct