বাংলাদেশের ঢাকা থেকে দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টায় এবার নতুন তথ্য হাতে এল সে দেশের তদন্তকারী পুলিশ অফিসারদের। কোনও জঙ্গি যোগ না পাওয়া গেলেও রোমাঞ্চকর রহস্য পাওয়া গেছে এই বিমান ছিনতাই করার পিছনে।একদিকে যেমন খেলনা পিস্তল নিয়েই বিমান ছিনতাইয়ে নেমেছিল তেমনি এই বিমান অপহরণের পেছনে রয়েছে বাংলাদেশের এক নায়িকার সঙ্গে ওই ছিনতাইবাজের প্রেমে ব্যর্থতা।তবে, যে যুবকটি ১৪২জন যাত্রী সহ বিমানটিকে অপহরণের চেষ্টা করে বন্দুক তাক করে সেই যুবকটির পরিচয় পাওয়া গেছে। যুবকটির নাম মাহাদি। সে বাংলাদেশের এক চলচ্চিত্র নায়িকার প্রেমে পড়েছিল। কিন্তু নায়িকার সঙ্গে প্রেমে ব্যর্থ হয় সে। সেটা কোনওবাবেই মেনে নিতে পারেনি। তাই অবসাদ গ্রাস করে তাকে। সেজন্য অবসাদ থেকেই বমিান ছিনতাইয়ের পরিকল্পনা আঁটে। সেজন্য ছিনতাইবাজটি যখন বিমানের পাইলটের সামনে বন্দুক উঁচিয়ে ধরে তখন সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায়।ততক্ষণে বিমানের কেবিন ক্রু ও অন্যান্যরা বিমান অপহরণের খবর পাঠিয়ে দেন বিমানবন্দর কর্তৃপক্ষকে।চট্টগ্রাম বিমানবন্দরে তাই বিমানটি জরুরি অবতরণ করার পর বাংলাদেশের কমান্ডোরা বিমানটিকে ঘিরে ধরে। প্রথমে যাত্রী ও পাইলট সহ বিমানকর্মীদের নিরাপদে উদ্ধার করে। তারপর বছর ২৬শের যুবকটিকে বাংলাদেশ কমান্ডোর গুলি করে শান্ত করে।কিন্তু তদন্তে নামার পর পুলিশ জানিয়েছে, যে পিস্তলটি দেখিয়ে ওই ছিনতাইবাজ পাইলটকে বিমান ছিনতাইয়ের কথা বলেছিল সেটি মামুলি একটি খেলনা পিস্তল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct