পুলওয়ামায় জঙ্গি হামলার পর একাংশ মানুষের আক্রমণের লক্ষ্য হয়ে উঠেছে কাশ্মীরের। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপ্রিম কোর্ট সব রাজ্যকে নির্দেশ দিয়েছে। এর পরেও দেশের বিভিন্ন প্রান্তে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী বিদ্বেষ ছড়াতে পিছপা হচ্ছে না। কারণ শুধু কাশ্মিরীরা নয়, সাম্প্রদায়িক হিংসার শিকার হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ এমন খবরও সামনে আসছে। তাই কেরলে ভিন রাজ্যের শ্রমিকরা কাজে গিয়ে আতঙ্কে রয়েছে। তাদেরকে এবার স্বস্তি দিচ্ছে কেরল সরকার।
কেরলে কাজ করতে আসা বিভিন্ন রাজ্যের শ্রমিকদের জন্য সরকারি আবাসন চালু করল সরকার। শনিবার মধ্য কেরলের পালাক্কাঢ় জেলার কাঞ্জিকোড়ে একটি বিলাসবহুল আবাসনের সূচনা করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
সরকার সূত্রে জানা গিয়েছে, মোট চুয়াল্লিশ হাজার বর্গফুট এলাকা জুড়ে মোট বাষট্টিটি ঘর তৈরি করা হয়েছে। প্রতিটি ঘরে দশজন করে থাকতে পারবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য আলাদা আলাদা রান্নাঘর, গ্যাস সিলিন্ডার বিদ্যুত সব খরচ বহন করবে কেরালা সরকার। এমনকি প্রত্যেক শ্রমিক একটি করে আলমারি পাবে, বেড সহ সব সুবিধাও পাবে বলে খবর। এর ফলে বিভিন্ন রাজ্য থেকে কেরলে কাজে যাওয়া শ্রমিকদের থাকার সুবিধা হবে।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা ভি. এস. অচ্যুতানন্দন, সাংসদ এম. বি. রাজেশ ও অন্যান্য সরকারি আধিকারিকরা। উল্লেখ্য, কেরলে প্রধানত পশ্চিমবঙ্গ অসম ও ওড়িশার লোকজন শ্রমিকের কাজ করতে যায়। নদিয়ার বুলবুল শেখ, বর্ধমানের মিলন মন্ডল, হাওড়ার জামিল মল্লিকরা এদিন ঘরের চাবি পেয়ে উল্লসিত। তারা সরকারে এই প্রকল্পের খুশি বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct