প্রাক্তন আইপিএস অফিসার গৌরব দত্তর আত্মহত্যা করার আগে লিখে যাওয়া সুইসাইড নোট ঘিরে বিতর্ক চরমে উঠেছে। আর সেই সুইসাইড নোট নিয়ে রাজনীতিতে নামলেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুল রায় গৌরব দত্তের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার দাবি করেছেন।
উল্লেখ্য, ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার গৌরব দত্ত গত বছরের ৩১ ডিসেম্বর অবসর নেন।
গত মঙ্গলবার বিধাননগরের বাড়ি থেকে উদ্ধার হয় গৌরব দত্তর দেহ। তার বাড়ি থেকে এক সুইসাইড নোট পাওয়া যায় যাতে লেখা ছিল মু্খ্যমন্ত্রী তার অবসরকালীন বকেয়া না মেটানোয় তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আর তা নিয়েই মাঠে নেমে পড়েছেন মুকুল রায়। যদিও প্রায় ৯ বছর আগে বাম আমলে ২০১০ সালে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড হয়েছিলেন গৌরব দত্ত। তার বিরুদ্ধে ওই পুলিশ কনস্টেবলের স্ত্রী অভিযোগ করেছিলেন, শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় গৌরব দত্ত তার স্বামীকে মারধর করেছেন। তার জন্য ২০১০ সালে ৯ মাসের জন্য সাসপেন্ড করেছিল তৎকালীন বামফ্রন্ট। তবে এবার অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে, আর তা অবসরকালীন বকেয়া মিটিয়ে না মেটানোর জন্য। যদিও রাজ্য সরকার সূত্র জানেয়েছে, দীর্ঘ দিন কম্পালসারি ওয়েটিঙে থাকার পর অবসর নেন গৌরব। তাই সেই সময়কার বকেয়া ভাতা তার প্রাপ্য নয়। তবে, যেভাবে গৌরব দত্তের সুইসাইড নোট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা অস্বস্তির কারণ হয়ে উঠছে তৃণমূলের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct