জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গির হামলায় ৪৯ জন জওয়ান শহিদ হওয়ার পর, দেশজুড়ে উঠেছে পাক বয়কটের ডাক৷ সবাই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদের ডাক দিয়েছে৷ যার রেশ পড়েছে ক্রীড়াঙ্গনের ওপরেও৷ ইংল্যান্ডে আয়োজিত হতে চলা বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ বয়কটের দাবিতে সরব হয়েছেন অনেকে৷খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের সঙ্গে খেলাধুলার পাশাপাশি সব সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন। এমনকি পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ ম্যাচ বয়কটের পক্ষে সওয়াল করেছেন। যদিও এক্ষেত্রে অন্য পথে হেঁটেছেন ‘লিটল মাস্টার’ শচীন তেন্ডুলকর৷ তিনি পাকিস্তানকে মাঠের খেলায় হারিয়ে মোক্ষম জবাব দেওয়ার কথা বলেন। আর এটাই এখন বড় ভুল হয়ে দাঁড়িয়েছে শচীনের কাছে। কারণ, এমন উক্তির জন্য এবার মাস্টার ব্লাস্টারকে রিপাবলিক টিভির প্রখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামীর রোষের মুখে পড়তে হল। তিনি ‘ভারতরত্ন’ শচীন তেন্ডুলকরকে ‘দেশদ্রোহী’ বলে সমালোচনা করেন। যদিও অর্ণব গোস্বামীর এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়৷ কিংবদন্তি ক্রিকেটারদের এই ব্যক্তিগত মতকেই নিজের টক শো’তে হাতিয়ার করেন অর্ণব গোস্বামী৷ শচীন ও গাভাসকরের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি ভগবানে বিশ্বাস করি না৷ শচীন তেন্ডুলকর ১০০ শতাংশ ভুল বলছেন৷ ওনার যদি সামান্যতম বুদ্ধি থাকত, তবে উনি প্রথম ব্যক্তি হতেন যে বলত, পাকিস্তানের সঙ্গে খেলব না৷ দ্বিতীয় ব্যক্তি হতেন গাভাসকর৷’ এখানেই শেষ নয়, ‘গড অফ ক্রিকেট’ তেন্ডুলকরকে ‘দেশদ্রোহী’ বলেও, তারই সমালোচনা করেন অর্ণব গোস্বামী৷ যা শোনার পর নিজেদের ঠিক রাখতে পারেননি ওই অনুষ্ঠানে উপস্থিত দুই অতিথি আশুতোষ ও সুধাংশু কুলকার্নি৷ কড়া ভাষায় অর্ণব গোস্বামীর সমালোচনা করে অনুষ্ঠান ছেড়ে চলে আসেন তাঁরা৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct