ফের গোটা দুনিয়াকে চমকে দিতে চলেছে চিনা মোবাইল ফোন নির্মাতা অপো।এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চমক দিয়ে বার্সেলোনায় আয়োজিত অনুষ্ঠানে ৫জি নেটওয়ার্ক সমর্থিত নতুন স্মার্টফোনের ঘোষণা করলো তারা। তবে স্মার্টফোনটি সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট থাকার কথা বলেছে। এ ছাড়া অনুষ্ঠানে অপো ৫জি ল্যান্ডিং প্রকল্প নামে টেলিকম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার একটি প্রকল্পের কথাও জানিয়েছে তারা। সম্প্রতি সানফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে গ্যালাক্সি এস ১০ স্মার্টফোনের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। এ ফোনের একটি সংস্করণ ৫জি নেটওয়ার্ক সমর্থন করবে। এ বছরের ওই ফোন বাজারে ছাড়বে স্যামসাং।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct