আসন্ন লোকসভা নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল মাইক্রোসফটের রিপোর্ট। চলতি মাসেই প্রকাশিত মাইক্রোসফটের রিপোর্ট অনুযায়ী তিনটি বিষয়ে ভারত সবার চেয়ে এগিয়ে। যেগুলি হল সাধারণ মানুষের ওপর নজরদারি, ভুয়ো খবর এবং গুজব রটানো। নিজের বন্ধু এবং পরিবারের সদস্যদের কাছ থেকেই ভারতীয়রা অনেক বেশি ক্ষতির সম্মুখিন হন, এটাও উঠে এসেছে ওই রিপোর্টে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্যুইটারের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে গত এক বছরে বারবার রক্তাক্ত হয়েছে দেশের বিভিন্ন স্থান। কখনও ছেলেধরা, কখনও কিডনি পাচার, কখনও সন্দেহের বশে গুজব ছড়ানোকে কেন্দ্র করে হওয়া হিংসায় অন্তত ৪০ জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে। মাইক্রোসফটের রিপোর্ট অনুযায়ী, ভারতের ৫৪ শতাংশ মানুষ বিভিন্ন সময়ে গুজবের শিকার হয়েছেন।সেক্ষেত্রে গোটা বিশ্বে মোট ৫০ শতাংশ মানুষ গুজবের শিকার হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct