১৮ বছরের কম বয়সী খেলোয়াড়দের দলে টানার ক্ষেত্রে নিয়মভঙ্গ করেছে চেলসি। বিদেশি ফুটবলারদের দলে টানার ক্ষেত্রে অনেক নিয়ম মানতে হয় ক্লাবগুলোকে। ফুটবলারের অভিভাবকদের অন্তত একজনের থাকা নিশ্চিত করা, তাদের সে দেশে আসার পেছনে সন্তান ছাড়া অন্য কোনো কারণ আছে কি না সেটাও দেখে ফিফা। তিন বছর ধরে চেলসির দলবদল নিয়ে তদন্ত করেছে ফিফা। তাতে ১৮ বছরের কমবয়সীদের দলবদলের ২৯টি ঘটনায় অনিয়ম পেয়েছে ফিফা। আগামী দুইটি দলবদল কোনো খেলোয়াড় দলে টানতে পারবে না চেলসি। সেই সঙ্গে ৪ লাখ ৬০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। চেলসিকে তাদের যুক্তি উত্থাপনের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে। যদি শাস্তি কমাতে ব্যর্থ হয় চেলসি তবে ২০২০ সালের জুনের আগ পর্যন্ত আর কোনো খেলোয়াড় দলে টানতে পারবে না ক্লাবটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct