শুরু হতে চলা বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে বয়কট করা নিয়ে ঝুলেই রইল সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি প্রশাসক কমিটি বিষয়টিকে কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন হিসেবে দেখছে। কাশ্মীরে জঙ্গিহামলার জেরে ১৬ জুনের ভারত- পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংখ্যাগরিষ্ঠ ভারতীয় চাইছেন, বাতিল হোক ম্যাচটি। এমন কী, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও ম্যাচ বয়কটের পক্ষে মত দিয়েছেন। যদিও ভিন্ন সুর শোনা গিয়েছে শচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্করের গলায়। ম্যাচ বয়কট না করে, বিশ্বকাপের আসরে পাকিস্তানকে হারানোই হবে প্রকৃত প্রতিশোধ। মত তাঁদের। যদিও দু'জনেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রশাসক কমিটির উপরই ছেড়ে দিয়েছেন। এদিকে কমিটির প্রধান বিনোদ রাই জানিয়েছেন, 'ওই ম্যাচের আগে যথেষ্ট সময় আছে। সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।' ফলে আপাতত, ১৬ জুনের ভারত-পাক ম্যাচ হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct