ফুল বাজারের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে টাকা দিতে হচ্ছে, অথচ পরিষেবা শিকেয়। তাই বৃহস্পতিবার খড়্গপুর ডিভিশনের ডিএরএমের কাছে বিক্ষোভ দেখালেন কোলাঘাটের ফুলচাষী ও স্টেশন সংলগ্ন ফুলবাজারের দোকানদার ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, কোলাঘাট স্টেশনের পাশে ডাউন এক নম্বর প্ল্যাটফর্মের নিচে অবস্থিত দীর্ঘদিন ধরে চলে আসা ফুলবাজারে পরিকাঠামোর নাম গন্ধ নেই। রেলওয়ে কোনো পরিষেবা দেয় না।একেবারেই উদাসীন ৷ যদিও এর জন্য রেলওয়েকে টাকা দিতে হয় বাজারের দোকানদার ও ব্যবসায়ীদের।
সেই অভিযোগ জানাতে কোলাঘাট ফুলবাজার পরিচালন সমিতি গিয়েছিল খড়্গপুরে ডিআরএম অফিসে। সমিতির পক্ষ থেকে স্মারকলিপিও দেওয়া হয়েছে ডিএরএমকে ৷
উল্লেখ্য, কোলাঘাটের এই ফুল বাজার থেকেই এক বড় অংশের ফুল কলকাতা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বহু লোকের আনাগোনা। তবু শৌচাগার সহ অন্যান্য পরিষেবা নেই বললেই চলে। তাই রেলওয়ে যেন ব্যবস্থা নেই তার জন্য দাবি জানান ফুল ব্যবসায়ীরা।