গত ১৪ই ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ান এর ওপর নক্কারজনক আক্রমণ চালায় জঙ্গিরা। পরবর্তী সময়ে এক কাশ্মীরি যুবক আদিল জানায়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদ এর অনুপ্রেরণায় সে ভারতীয় সেনাবাহিনীর উপর আক্রমণ চালিয়েছে। তার সেই স্বীকারোক্তির পর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাশ্মীরিদের উপরে আক্রমণ শুরু হয়ে যায়। সে শিক্ষার্থী হোক আর শীতের শাল ব্যবসায়ী ,বহু কাশ্মীরি কে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে । এমন একটা পরিস্থিতিতে গোটা দেশের মন জয় করে নিলেন একদল কাশ্মীরি যুবকরা। সন্ত্রাসবাদ ঠেকাতে এই মুহূর্তে কাশ্মীরের বারামুলায় সেনা নিয়োগ শিবির আয়োজন করা হয়েছে। সবাইকে অবাক করে দিয়ে সেই সেনা নিয়োগ শিবিরে ১১১ টি শূন্য পদের জন্য মোট ৩০০০ কাশ্মীরি যুবক যোগ দিয়েছেন। দীর্ঘক্ষন লম্বা লাইন দিয়ে তারা অপেক্ষা করছেন পরীক্ষা দেওয়ার জন্য। সন্ত্রাসবাদ রুখতে এবং দেশের জন্য কাজ করার তাগিদেই তারা সেনাবাহিনীতে যুক্ত হতে চান বলে জানিয়েছেন ওই কাশ্মীরি যুবকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct