বিপত্তি খেলা করতে গিয়ে। এক ছোট্ট ৬ বছরের শিশু নলকূপের জন্য খোঁড়া খুঁড়ি হচ্ছে এমন জায়গায় খেলছিল। সে জানে না তখন ১২০ ফুট গর্ত খোলা হয়ে গেছে। বিকালবেলায় কর্মীরা যখন বিশ্রামে গেছে তখন সে ওখানে খেলতে গেলেই বিপত্তি ঘটে। পারে যায় ১২০ ফুট গভীরে।
ঘটনাটি ঘটেছে বুধবার মহারাষ্ট্রের পুনের মানচার তেহশীলে। রবি নামের ওই ছোট্ট শিশুকে অবশ্য ২৮ ঘন্টা কসরত করে আজ বৃহস্পতিবার সকালে জীবন্ত উদ্ধার করা হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় তাকে হাস্পাতে ভর্তি করা হয়েছে।
জানা গেছে রবি ওই নির্মাণ কাজে যুক্ত থাকা এক কর্মীর ছেলে। তারা জলগাঁও জেলার পারল থেকে এখানে এসেছে। বিকালে পরিবারের লোকজন ছেলেকে না দেখতে পেয়ে কন্যা খোঁজাখুঁজি শুরু করে। তখন দেখে সে নলকূপের গর্তে পারে গেছে। এরপর বিপর্যয় মোকাবিলার কর্মীরা এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। ১৮ ঘন্টা প্রাণপণ চেষ্টায় সে জীবিত উদ্ধার হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct