ম্যাচে জোড়া গোল করেও ফুটবলারকে দিতে হবে জরিমানা। বাংলাদেশের নামী ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আইভরিকোস্টের স্ট্রাইকার বাল্লো ফামুসা জোড়া গোল করে দলকে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছেন।অথচ ম্যাচ শেষেই তাঁকে শুনতে হয়েছে ৫ হাজার টাকা জরিমানার কথা।
আসলে ফামুসা ঝামেলাটা পাকিয়েছেন দলের রীতি ভেঙে। ১০ মিনিটের সময় পেনাল্টি পায় মুক্তিযোদ্ধা। কোচের ট্যাকটিকস অনুযায়ী স্পটকিক থেকে শট নেওয়ার কথা জাপানি মিডফিল্ডার ইয়োসুকে কাতোর। কিন্তু সতীর্থ জাপানি মিডফিল্ডারকে সুযোগ না দিয়ে দলের রীতিকে বুড়ো আঙুল দেখিয়ে স্পটকিক নিয়েছেন ফামুসা। নিয়ম ভেঙে গোল করলেও হতো, কিন্তু প্রিমিয়ার লিগে বর্তমানে ৭ গোল করে গোলদাতার শীর্ষে থাকা দীর্ঘদেহী ফুটবলার ১২ গজ দূর থেকে বল জালে পাঠাতে ব্যর্থ হন। পেনাল্টি মিসের ব্যর্থতা চুকানোর জন্য সময় নিয়েছেন মাত্র ৩ মিনিট। তাঁর গোলেই ১-০ গোলের লিড নেয় মুক্তিযোদ্ধা। ৬ মিনিট পরে তাঁর দুর্দান্ত গোলে মুক্তিযোদ্ধার নামের পাশে ২-০। ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেছেন ঠিকই। কিন্তু দলের রীতি ভাঙার অন্যায়ের শাস্তি থেকে পাননি রেহাই। ব্যস, ৫ হাজার টাকা জরিমানা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct