পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন জানালেন শাহীদ আফ্রিদি। যার পর রীতিমত বিতর্কের মুখে পড়লেন পাক ক্রিকেটের এই কিংবদন্তী। সোশ্যাল মিডিয়ায় পাক প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তিনি জানান, সব কিছুই স্ফটিকের মতো স্বচ্ছ। অর্থাত্, প্রধানমন্ত্রীর মতো তারও মত, পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগাযোগ নেই। এমনিতেই ৪৪ জওয়ানের শাহীদ হওয়ার ঘটনায় উত্তাল গোটা দেশ। তার মধ্যেই আফ্রিদির এই মন্তব্যে যে বিতর্ক জন্ম নেবে তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, পুলওয়ামা কাণ্ডের প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী ইমরান বলেন, ভারতের সরকারের কাছে একটাই বক্তব্য, তারা কোনও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে পুলওয়ামা কাণ্ডের জন্য দায়ি করছে। জম্মু-কাশ্মীরে হামলার জন্য যে পাকিস্তানই দায়ি তার কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই ভারতের কাছে। তারপরেও ভারত পাকিস্তানকে দায়ি করে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct