রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে ভারতে আসা সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সলমানকে বুকে জড়িয়ে ধরলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে এক দিনের সফরে ভারতে আসেন সৌদির যুবরাজ। বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানাতে সাধারণত বিমানবন্দরে যান না দেশের প্রধানমন্ত্রী।এ কাজ করতে প্রধানমন্ত্রী প্রতিনিধিকে হিসেবে অন্য কোনও মন্ত্রীকে বিমানবন্দরে পাঠান। কিন্তু ভারত সফরে আসা সৌদির যুবরাজের ক্ষেত্রে ঘটলো ঠিক উল্টোটাই। একটি প্রতিনিধি দলসহ নিয়ে নয়াদিল্লি আসেন যুবরাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক সচিব টিএস ত্রিমূর্তি জানিয়েছেন, যুবরাজের সফরে ভারত ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগ, পর্যটন, আবাসন এবং তথ্য ও সমপ্রচার বিষয়ে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এছাড়া বিমান পরিবহন, নৌ বাহিনীর যৌথ অনুশীলন, সার, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামো বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার কথা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct