গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর ওপর জঙ্গি হামলার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের বিরুদ্দে ক্ষোভ এবং কাশ্মীরের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিক্রিয়া জানালেও, পশ্চিমবঙ্গের চিত্রটা ঠিক আলাদা। ভারতের বিভিন্ন প্রান্তে থাকা কাশ্মীরিদের ওপর হামলার জন্য বিজেপিকে দোষারোপ করেছেন এ রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে পশ্চিমবঙ্গে যেন কেউ কোনও গুজবে কাউকে ক্ষতিগ্রস্ত না করেন, সেই আহ্বানই জানিয়েছেন তিনি। এদিন সে বিষয়টি মাথায় রেখে রাজ্য পুলিশের সদর দফতর লালবাজারে সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশের নতুন কমিশনার অনুজ শর্মা বলেন, 'কাশ্মীরিরা এখানে পুরোপুরি নিরাপদ’। পুলওয়ামায় সিআরপিএফের ওপর হামলার পর পুরো দেশ থেকেই কাশ্মিরিদের ওপর বিভিন্ন ধরনের আক্রমণের খবর পাওয়া গিয়েছে। রাজস্থানের বিকানেরে পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার ভিতর চলে যাওয়ার নিদান দেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রমাণ করলেন, তিনি সবার চেয়ে আলাদা। কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে, কাশ্মির উপত্যকার মানুষরা এ শহরে একদমই নিরাপদ। তাদের নিরাপত্তার জন্য পুলিশ বেশ কিছু পরিকল্পনা করেছে। এ বিষয়ে তিনি বলেন, 'কাশ্মিরিরা এখানে পুরোপুরি নিরাপদ। আমি একটু আগেই অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছি। যে স্থানে কাশ্মীরিরা থাকেন, চিহ্নিত করেছি সেই স্থানগুলোকেও। তাদের সঙ্গে কথা বলে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তারা এই শহরেও সম্পূর্ণ নিরাপদ। এমনটাই আমরা বিশ্বাস করি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct