গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় জঙ্গিদের হামলায় ৪৯ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোয় এটা ছিল ভারতীয় সেনাবাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা। ভারত সরকার এই ঘটনার জন্য সন্ত্রাসবাদকে সাহায্য করার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। এরপর দেশজুড়ে চলছে প্রতিবাদ । সারা দেশে শোকের ছায়া। একই সঙ্গে বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করার ক্ষেত্রে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। জানিয়ে দেওয়া হয়েছে এর পর থেকে কোনও পাকিস্তানি শিল্পী বলিউডের হয়ে আর কাজ করতে পারবেন না। সবকিছু মাথায় রেখে বলিউডের ভাইজান সলমান খানও নিজের প্রযোজিত ছবি ‘নোটবুক’ থেকে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামকে বাদ দিয়েছেন। এবার তারই পাল্টা দিল পাকিস্তানও। জানা গিয়েছে, এবার ঈদের সময় পাকিস্তানে সলমান খান অভিনীত ‘ভারত’ ছবিটি মুক্তি দেওয়া হবে না। ঈদ উপলক্ষে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সলমান খানের নতুন ছবি ‘ভারত’। পাকিস্তানে বলিউডের ছবির যথেষ্ট চাহিদা রয়েছে। পাকিস্তান জুড়ে বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সলমান খানের অসংখ্য ভক্ত। তাই পাকিস্তানে বলিউডের ছবির স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান আগে থেকেই প্রেক্ষাগৃহগুলো চূড়ান্ত করে রেখেছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, পাকিস্তান সরকার তাদের দেশের শিল্পীদের কথা ভেবে এরই মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনা অনুযায়ী ঈদের দুই দিন আগে থেকে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত কোনও ভারতীয় ছবি পাকিস্তানে মুক্তি পাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct