এবার কাশ্মীরের যুবকদের কঠোর বার্তা দিল ভারতীয় সেনাবাহিনী। কাশ্মীরের যুবকদের কেউ হাতে অস্ত্র তুলে নিলেই তাকে গুলি করা হবে বলে এদিন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হল। এমন কথা এদিন সংবাদিক সম্মলেনে জানিয়ে দিলেন, লেফটেন্যান্ট জেনারেল কে এস ঢিলোঁ । তিনি বলেন, 'আমি কাশ্মীরের প্রত্যেক মাকে বলছি, তাদের সন্তানরা যেন বন্দুক পরিত্যাগ করে আত্মসমর্পণের পথে আসে। এটাই সঠিক পথ। যদি তা না হয়, অস্ত্র হাতে তুলে নেওয়া প্রতিটা কাশ্মীরিকে গুলি করা হবে।' উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলায় সিআরপিএফ-এর ৪৯ জন সদস্যের প্রাণহানি ঘটেছে। মূলত তার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরি নাগরিকদের হেনস্থা এবং তাদের উপর অত্যাচারের খবর আসছে। এর মাঝে সোমবার পুলওয়ামার পিংলিশ গ্রামে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে হত্যা করে ভারতীয় সেনা। তাদের মধ্যে নিহত কামরান ছিলেন পুলওয়ামায় আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড। এ ছাড়া ছিল হিলাল আহমেদ নামে এক স্থানীয় বিস্ফোরক বিশেষজ্ঞ এবং রশিদ ওরফে গাজি ওরফে লুকমান। হামলায় এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। তিনি ওই জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন বলে অভিযোগ।সেই ঘটনার পরই এদিন তিন বাহিনীর তরফে সাংবাদিক বৈঠকে কাশ্মীরিদের বিরুদ্ধে এসব বার্তা দেন ঢিলোঁ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct