মিরিক পুরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে জয়ী হয়ে বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস৷ এই প্রথম সমতলের কোনো রাজনৈতিক দল পাহাড়ের কোনো পুরসভায় জয়ী হল৷ অবশেষে পাহাড় জয়ের স্বপ্নে এগিয়ে চললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ যে পাহাড় দখলের স্বপ্ন নিয়ে বারে বারে তিনি পাহাড়ে গেছেন বলা যেতে পারে তার সুফল তুললেন মিরিক পুরসভা দখল করে৷ স্বভাবতই পাহাড় জুড়ে তৃণমূলে জয়ের অানন্দ৷
গোর্খা জনমুক্তি মোর্চা অবশ্য তৃণমূলের জনপ্রিয়তায় থাবা বসাতে পারেনি৷ বরং বিমল গুরুং হতাশ হয়েছেন পাহাড়ের জনগণ গুরুংদের প্রতি বিমুখ হওয়ায়৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct