পুলওয়ামা সন্ত্রাবাদী হামলায় মৃত্যু হয়েছে ৪০ জন সিআরপিএফ জওয়ানের। আর তার জেরে বিপাকে পড়েছে কাশ্মীর থেকে আই লিগে প্রথমবার খেলতে আসা দল রিয়াল কাশ্মীর। তারা চ্যাম্পিয়নশিপের দৌড়েও রয়েছে। কিন্তু, পুলওয়ামার ঘটনার পর তাদের হোম ম্যাচগুলির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি), শ্রীনগরে খেলতে আসেনি আই লিগ চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব। ইস্টবেঙ্গলও শ্রীনগরে ম্যাচ খেলার বিষয়ে নিমরাজি হয়েছে। অথচ তার পরের দিনই আইএসএল-এর ক্লাব বেঙ্গালুরু এফসি এসে দাঁড়াল কাশ্মীরের প্রথম আই লিগ ক্লাবের পাশে। এদিন বেঙ্গালুরু এফসি ক্লাবের মালিক পার্থ জিন্দাল এদিন সোশ্যাল মিডিয়ায় রিয়াল কাশঅমীর ক্লাবের কাছে শ্রীনগরে তাদের সঙ্গে বেঙ্গালুরুর একটি প্রদর্শনী ম্যাচ খেলার প্রস্থাব দেন। দেশের সার্বভৌমত্ব ধরে রাখতেই ফুটবলের মতো সুন্দর খেলাকে ভূস্বর্গে চালু রাখার কথা বলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct