মোবাইল ফোন মানব জীবনের অন্যতম অপরিহার্য অংশ হয়ে উঠেছে । দূরে থাকা মানুষগুলির সঙ্গে মুহূর্তের মধ্যে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হলো এই মোবাইল ফোন। এছাড়া আরও অনেক জরুরি কাজ ও বিনোদনের বিষয়টি তো রয়েছে। যার পলে এক মুহূর্তের জন্য মোবাইল ফোন থেকে দূরে থাকা এখন আর সম্ভব নয়। ঘুমের সময় বালিশের পাশে, বাইরে বের হলে ব্যাগে কিংবা প্যান্টের পকেটে আমরা মোবাইল রাখি। বিশেষ করে ছেলে প্যান্টের পকেটে মোবাইল রাখেন। কিন্তু এর ফলেই শরীরে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা। চিকিৎসকেরা বলছেন, ওয়ারলেস নেটওয়ার্কে কানেক্টেড মোবাইল বুক পকেটে রাখলে আমাদের শরীরে বেশি রেডিয়েশন প্রবেশ করে। যদি ব্যাগে মোবাইল রাখার অভ্যাস করেন, তাহলে রেডিয়েশনের পরিমাণ অন্তত দুই থেকে সাত শতাংশ কম হয়। সেলফোন থেকে প্রাপ্ত রেডিয়েশন আর টিউমার গ্রোথের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেও জানিয়েছেন গবেষকরা। এই ধরনের রেডিয়েশনের ফলে বদলাতে পারে আপনার ডিএনএ পরিকাঠামো। এর ফলে বন্ধ্যাত্ব ও হৃদয়ঘটিত নানা সমস্যাও হতে পারে। প্যান্টের পকেটে নিয়মিত ফোন রাখায়, পেলভিক বোনের গঠনে সমস্যা আসতে পারে, কমতে পারে হাড়ের ঘনত্ব। এমনকি পিঠের দিকে রেডিয়েশন যাওয়ায় পিঠে ব্যথা হতে পারে। তাই সুস্থ থাকতে হলে ফোন নিরাপদ দূরত্বে রেখে ব্যবহার করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct