সিআরপিএফ জওয়ানদের ওপর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদী হামলার পর থেকে এখন হুমকির মুখে কাশ্মীরের সাধারণ জনগণ। এখন সারা দেশজুড়ে বিভিন্ন জায়গায় কাশ্মীরিদের ওপর হামলার খবর শোনা যাচ্ছে। সেই হামলায় ইতিমধ্যে ৪০ জনের বেশি জন আহত হয়েছে বলে খবর। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় কাশ্মীরি পড়ুয়াদের হেনস্থা করা হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর প্রকাশ হচ্ছে। যদিও কেন্দ্রীয় সরকার আম কাশ্মীরি মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এরইমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে বিশেষ নির্দেশ জারি করেছে। এ বিষয়ে দফতরের এক কর্মকর্তা বলেন, পুলওয়ামায় সন্ত্রাসী হামলার কারণে ছাত্রদের এবং জম্মু ও কাশ্মীরের অন্যান্য বাসিন্দাদের প্রতিনিয়ত হুমকির মুখে পড়তে হচ্ছে। দেশের সব রাজ্যে একটি নির্দেশ জারি করা হয়েছে এবং কাশ্মীরিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশও পড়ুয়াদের জন্য একটি হেল্পলাইন চালু করেছে। যে ছাত্ররা বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছেন তাঁদের সাহায্য করছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলিও। জানা গিয়েছে, পড়াশোনার জন্য দেরাদুনে স্থানীয় কিছু বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়ায় ছিলেন কাশ্মীরি শিক্ষার্থী। তাঁদের অভিযোগ , স্থানীয় হিন্দু সংগঠনের বেশকিছু সদস্যরা তাঁদের বাড়িওয়ালাদের ভাড়া তুলে দিতে বলা হয়েছে।নইলে তার পরিনাম খারাপ হওয়ার হুমকিও দিয়েছেন। একই ঘটনা ঘটেছে হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশেও। পাটনায় এক কাশ্মীরের ব্যবসায়ী বশির আহমেদ বলেন, ' আমার দোকানের বাইরে কয়েকজন ব্যক্তি লাঠিসোটা হাতে জড়ো হন। তারা স্লোগান দিচ্ছিলেন। তখন আমি পুলওয়ামার আক্রমণ সম্পর্কে জানতামও না। কিন্তু ওরা আমার দোকানের জিনিস ভেঙে দেয়, আমাকে ও আমার কর্মচারীদের খুব মারধোর করে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct