গত ১৪ ফেব্রুয়ারি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ওপর জঙ্গি হামলার জেরে প্রায় ৪৯ জন জওয়ান নিহত হয়েছেন। এটা ছিল ভারতীয় বাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলা। এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জৈশ-ই-মুহাম্মদ। এই ঘটনার পর সারা দেশে প্রতিবাদের ঝড়। নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সারা দেশের মানুষ। জঙ্গিদের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দেওয়ার নিহত জওয়ানদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন বলিউডের তারকারাও।নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেট তারকা নভজ্যোত সিং সিধু।যিনি পাঞ্জাবের কংগ্রেস সরকারের মন্ত্রী। পাশাপাশি যুক্ত রয়েছেন টিভি চ্যানেল সোনি জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’র সঙ্গে। পুলওয়ামার ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নভজ্যোত সিং সিধু বলেন, ' জঙ্গিদের কোনও সম্প্রদায়, ধর্ম নেই। এমন এমন কাপুরুষোচিত ঘটনার জন্য খারাপ লোকদের শাস্তি দেওয়া প্রয়োজন। তবে এমন ঘটনার জন্য কোনো দেশ কিংবা সংগঠনকে দায়ী করা ঠিক না।’ এরপর নভজ্যোত সিং সিধুর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে অনেনে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে সংগঠন। সোশ্যাল মিডিয়ায় তাঁর সমালোচনা নিয়ে ঝড়। সিধুর পাকিস্তানের পক্ষে মন্তব্যের জন্য তাঁকে ‘দ্য কপিল শর্মা শো’ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোনি চ্যানেল কর্তৃপক্ষ। তাঁকে আর অনুষ্ঠানটির বিচারকের আসনে দেখা যাবে না। এক বিজ্ঞপ্তিতে সোনি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দ্য কপিল শর্মা শো’ অনুষ্ঠানে নভজ্যোত সিং সিধুর পরিবর্তে অর্চনা পুরান সিংকে দেখা যাবে।যদিও পরে নভজ্যোত সিং সিধু দাবি করেছেন, পুলওয়ামার ঘটনার পর তিনি যে মন্তব্য করেছেন, তা ‘বিকৃত’ করা হয়েছে। সংবাদমাধ্যমগুলো যা লিখেছে, তা তিনি বলেননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct