জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর ওপর ভয়ানক জঙ্গিহামলার পর থেকে প্রতিবেশী দেশ জঙ্গি মদতপুষ্ট পাকিস্তানের ওপর ক্ষুব্ধ গোটা দেশ। এমন একটা পরিস্থিতিতে পাকিস্তানের ওপর যেন ক্ষেপে লাল বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন গুগলও। কারণ, গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে এখন কেউ 'বেস্ট টোিলেট পেপার িন দা ওয়ার্ল্ড' খুঁজলে পাকিস্তানের পতাকা দেখা যাচ্ছে। বিশ্বের সেরা টয়লেট পেপার হিসেবে এমনই কিছু স্ক্রিন শট ছড়িয়ে পড়েছে গুগলে। আর পুলওয়ামার ঘটনার পরই টয়লেট পেপার হিসেবে পাক পতাকার প্রিন্ট স্ক্রিন ভেসে ওঠায় বিষয়টি আলোচনা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। পুলওয়ামার ঘটনার ঠিক দু’দিন পরই গুগল সার্চ করতে গিয়ে এ ছবি চোখে পড়ে অনেকের। তারপরই তা ভাইরাল হয়ে যায়। প্রিন্ট স্ক্রিনগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকা। সাধারণত কোনও ছবি যে নাম দিয়ে গুগলে সেভ করা হয়, সে ছবিই সার্চ ইঞ্জিনে ভেসে ওঠে। আর অতিরিক্ত সার্চে সে ছবি চলে আসে সবার উপরে। এক্ষেত্রে কোনও পাকিস্তানের পতাকার ছবির স্ক্রিন শট টয়লেট পেপারের নামে সেভ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। তাতেই এমন ঘটনা ঘটেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct