সবার অাগে আইপিএলে ফাইনালে উঠল রাইজিং পুনে সুপারজায়ান্ট। প্রথম কোয়ালিফায়িং ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০ রানের ব্যবধানে হারিয়েছে স্টিভেন স্মিথরা।
শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। মূলত ওয়াংখেড়ের এই ভেন্যুতে সাত খেলায় ৪টি জয়ই এসেছে রান তাড়া করে। তাই পরেই ব্যাট করার সিদ্ধান্ত ছিল মুম্বাইয়ের। সেই লক্ষ্যে এমন ম্যাচে মিচেল ম্যাক্লিনাঘান, জাসপ্রিত বুমরাহ, টো ক্রাশার লাসিথ মালিঙ্গা ও পার্থিব প্যাটেলকে আনা হয়েছিল একাদশে। গত ম্যাচে কেকেআরের বিপক্ষে তাদের বিশ্রামেই রাখা হয়েছিল। তারপরেও তাদের দিয়ে সেরকম কিছুই করাতে পারেননি অধিনায়ক শর্মা। ৪ উইকেট হারিয়ে মোটামুটি সামলে নিয়েই ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায় পুনে। সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার রাহানে। আইপিএলে ব্যক্তিগত রানের খাতা এই ম্যাচেই বাড়িয়ে নেন এই ওপেনার। এছাড়া মনোজ তিওয়ারি ৫৮ রানে ফিরে গেলে ৪০ রানে অপরাজিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
মালিঙ্গা, ম্যাক্লিনাঘান ও কার্ন শর্মা একটি করে উইকেট নেন। জবাবে রান তাড়ায় ব্যর্থ ছিল মুম্বাই। শুরুটা ভালো করে দেখালেও ধীরে ধীরে খাদের কিনারায় যেতে থাকে মুম্বাইয়ের ইনিংস। ৭৫ রানেই চলে যায় ৫ উইকেট! পার্থিব প্যাটেলের ৫২ রান ছাড়া আর কেউই সেভাবে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪২ রানে থামে রোহিত শর্মার দল।
পুনের হয়ে দুর্দান্ত স্পিন ভেলকি দেখান অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর। ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। সমান ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ম্যাচসেরা হন অফস্পিনার সুন্দর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct