দীর্ঘ ৯ বছর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ। কারণ ২০০৯ সালে গদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর জঙ্গি হামলা হয়েছিল। সেটাকে মাথায় রেখে তারপর থেকে পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলার ব্যাপারে নিজেদের নিরাপদ ভাবতে পারেননি বাইরের দেশের ক্রিকেটাররা। এমনকি তাদের ঘরোয়া লিগ পিএসএল খেলতেও রাজি হচ্ছে না বড় বড় তারকা ক্রিকেটাররা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবী, তাদের দেশে বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট হলে সবার মন থেকে ভয় কেটে যাবে। তারই ধারাবাহিকতায় পিসিবি এরইমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। চলতি পিএসএলের শেষ দুটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। ঠিক এমন সময় বোমা পাঠালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডি ভিলিয়ার্স। যেখানে এসে সবাই খেলতে মুখ ফিরিয়ে নেয়, এবার সেই পাকিস্তানে এসে খেলার আগ্রহের কথা জানালেন ডি ভিলিয়ার্স। আগের দিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে পিএসএল-২০১৯ এর চতুর্থ আসরের। ৯ ও ১০ মার্চ এ টুর্নামেন্টের দুটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। তাতে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি মনে করেন, তার অংশগ্রহণ বিশ্বসেরা খেলোয়াড়দের পাকিস্তানে খেলতে উদ্বুদ্ধ করবে। এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স বলেন, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে আমি সুযোগটি পাচ্ছি। কয়েক বছর আগে সেখানে যেতে ইচ্ছুক ছিলাম না। কারণ, আমরা সবাই চিন্তিত ছিলাম। তবে আমি মনে করছি, সেখানে যাওয়ার এটাই সঠিক সময়। আশা করি, সবকিছু উপভোগ করব। সেইসঙ্গে গোটা বিশ্বকে প্রমাণ করে দেখাতে পারব সফরের জন্য একসময়ের সন্ত্রাস কবলিত দেশটি এখন নিরাপদ।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct