শিল্পায়নের বাড়বাড়ন্ত, চোরা শিকারিদের উৎপাত এবং জঙ্গলে পর্যাপ্ত খাবারের অভাবের জেরে রীতিমতো প্রতিকুল অবস্থার সঙ্গে লড়াতে হচ্ছে সুন্দরবনের বাঘেদের। তাদের সে বিপদের কথা এর আগে বারে বারে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা এবার বাঘের নতুন বিপদ হিসেবে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়াকে চিহ্নিত করেছেন। ভারত, বাংলাদেশ, আমেরিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী গবেষণা করে দেখতে পেয়েছেন, আগামী ৫০ বছরের মধ্যে সুন্দরবনের বাঘ বিলুপ্ত হতে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বাঘের বাসস্থান সুন্দরবনের বড় অংশ ডুবে যেতে পারে। এতে বিশেষত ভারত ও বাংলাদেশ অংশে বাঘ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়ে ওই গবেষণার পর জানা গিয়েছে, জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার পূর্বাভাসকে আমলে নিয়ে এই গবেষণা করেছেন। একই সঙ্গে এই পূর্বাভাসের প্রভাব বাঘের বসতি এলাকা সুন্দরবনে কতটুকু পড়বে, সেই হিসাবও করা হয়েছে। তাতে দেখা গিয়েছে,সুন্দরবন এলাকায় বৃষ্টিপাত কমে গেলে গাছের ধরনের বদল হবে। যেমন সুন্দরবনে সুন্দরীগাছ কমে গিয়ে কেওড়া ও গেওয়াগাছের পরিমাণ বেড়ে যাবে, যা বাঘের বসবাসের পরিবেশ নষ্ট করবে।