জলপাইগুড়িতে ছিল চিতা বাঘের আতঙ্ক। এবার যেন সেই আতঙ্ক ফিরে এলো জঙ্গলমহলে। বৃহস্পতিবার ঝাড়গ্রামের গ্রামের মধ্যে ঢুকে এবার বাসিন্দারের আক্রমণ করল নেকড়ে বাঘ। নেকড়ের হামলার শিকার হলেন আটজন গ্রামবাসী। তবে সবাই জখম হয়েছেন। এদের মধ্যে মহিলা হলেন তিনজন। আহতদেরকে ঝাড়গ্রাম ও মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নেকড়ে বাঘ কয়েকজনকে আক্রমণ করে।
ভোরের আলো ফুটতে না ফুটতেই নেকড়ের হামলা জঙ্গলমহলের বাসিন্দাদের নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। সকাল হতেই শিমুলডাঙা গ্রামের গৃহবধূ মালিনি মাহাত(৩০) যখন উঠানে ঝাঁট দিচ্ছিলেন, ড সময় পার্শ্ববর্তী জঙ্গল থেকে হঠাৎ একটি নেকড়ে বেরিয়ে এসে আচমকা আক্রমণ করে। চিৎকার শুনে ছুটে তার কাকা এলে তাকেও রেহাই দেয়নি নেকড়ে, কামড়ে দেয়। এর পর এক গ্রামবাসীরা এলে নেকরেটি ফের জঙ্গলে পালিয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct