মাঝেমধ্যেই রেকর্ড বইয়ে নাম লেখাতে দেখা যায় ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে। কিন্তু ভারতের মহিলা ক্রিকেট দলও যে কোনো অংশে পিছিয়ে নেই, তা প্রমাণ করে দিলেন মিতালি রাজরা। চারদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথমবার দলগতভাবে ৩০০ রানের গণ্ডি অতিক্রম করল ভারতের মেয়েরা।
এর আগে দলগতভাবে ভারতের সর্বোচ্চ রান ছিল ২৯৮/২। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই কীর্তি স্থাপন করেছিল ভারতীয় দল। পাশাপাশি ওপেনিং জুটিতে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান যোগ করার নজিরও গড়লেন দুই ভারতীয় ওপেনার দীপ্তি শর্মা ও পুনম রাউত। ওপেনিং জুটিতে দু’জনে মোট ৩২০ রান যোগ করেন। যা কিনা শুধু নারীদের নয়, পুরুষদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও সর্বোচ্চ রান। এর আগে নারীদের ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের সারা টেলর ও ক্যারোলিন অ্যাটকিন্সের ঝুলিতে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই কীর্তি অর্জন করেছিলেন তারা।
সোমবার পচেসফ্রোমের সেনওয়েজ পার্কে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় মহিলা ক্রিকেট দল। নির্ধারিত ৫০ ওভারে মাত্র দু’উইকেট হারিয়ে ৩৫৮ রান করে তারা। এর মধ্যে ওপেনিং জুটিতেই ওঠে ৩২০ রান। প্রায় ৪৫.৩ ওভার ব্যাট করেন দু’জনে। শতরানও করেন দীপ্তি ও পুনম। তবে দু’জনের মধ্যে সবচেয়ে বেশি মারমুখী ছিলেন দীপ্তি। তিনি করেন ১৬০ বলে ১৮৮ রান। মারেন ২৭টি চার ও দু’টি ছয়। মহিলাদের ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct