ক'দিন আগে সাধের বাগানের সাতটি বনসাই গাছ রেখেছিলেন এক জাপানি দম্পতি। কিন্তু সাধের গাছ গুলি সম্প্রতি চুরি হয়ে যায়। দামী গাছগুলো উদ্ধার করতে না পেরে শোকে মুহ্যমান সেই দম্পতি। শেষ পর্যন্ত এদিন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে তাঁরা চোরের কাছে সেই চুরি যাওয়া গাছগুলি যত্ন নেওয়ার কাতর মিনতি জানিয়েছেন। তারা বলেছেন, গাছগুলো যেন তাঁরা সন্তানের মতো ভালোবাসেন। চুরি যাওয়া ওই বনসাইগুলোর মধ্যে একটির বয়স ৪০০ বছর। সেইজি ইমুরা ও তাঁর স্ত্রী ফুয়ুমি ইমুরার পরিবার কয়েক প্রজন্ম ধরে বনসাই ব্যবসার সঙ্গে জড়িত। রাজধানী টোকিওর কাছে সাইতামায় তাঁদের বসবাস। সেখানে পাঁচ হাজার বর্গমিটারের একটি বিশাল বনসাইয়ের বাগান রয়েছে তাঁদের। ওই বাগান থেকে গত মাসে সাতটি বনসাই গাছ চুরি হয়। পুলিশকে জানানোর পরও প্রিয় বনসাইগুলি উদ্ধার সম্ভব হয়নি। এরপর বাধ্য হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সেইজি ও তাঁর স্ত্রী। স্ট্যাটাসে তারা লিখেছেন, ‘আমাদের কেমন লাগছে, তা বলে বোঝানো যাবে না। গাছগুলো আমাদের কাছে অমূল্য সম্পদের মতো।চোরকে আমি অবশ্যই ঘৃণা করে যাব। কিন্তু তাঁর উদ্দেশে আমি বলতে চাই, দয়া করে আমার বনসাইগুলোকে নিয়মিত জল দেবেন। ওদের যত্ন নেবেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct