১৬ বছর পেরিয়ে গেল। আজও কেউ ভাঙতে পারল না তাঁর বিশ্বরেকর্ড। সালটা ২০০৩। বিপক্ষে ইংল্যান্ড। শোয়েব আখতার আগুন নিক্ষেপ করেছিলেন পিচে। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল করেছিলেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'। ফের আখতার ফিরছেন। হুঙ্কার ছাড়লেন পাকিস্তানের কিংবদন্তি স্পিডস্টার। এর সঙ্গে এও বলে দিলেন যে, গতি কাকে বলে তিনি আবারও বুঝিয়ে দেবেন। ঠিক কীভাবে আর কোথায় ফিরছেন তিনি সে ব্যাপারে ক্রিকেটবিশ্বকে ধোঁয়াশায় রেখে দিয়েছেন আখতার। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে আখতার লিখলেন, 'হ্যালো বন্ধুরা, ১৪ ফেব্রুয়ারি তারিখটা ক্যালেন্ডারে মার্ক করে নিও। আমি আসছি লিগ খেলতে। বাচ্চাদেরও তো জানা উচিত গতি কাকে বলে!'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct