প্রয়াত বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রিটিশ ফুটবলার গর্ডন ব্যাঙ্কস। ৮১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংল্যান্ডের প্রাক্তন এই গোলকিপার। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কাণ্ডারি ছিলেন গর্ডন। ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ড জিতেছিল ৪-২ ব্যবধানে। সেই ম্যাচে জোড়া গোল হজম করলেও রক্ষণ আগলে ম্যাচ জিতিয়েছিলেন ব্যাঙ্কস। গর্ডন ছিলেন ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষক। দীর্ঘ ১৫ বছরের ফুটবল কেরিয়ারে দেশের জার্সিতে ৭৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গর্ডন। তাঁর হাতেই শেষবার বিশ্বকাপ জিতেছিল থ্রি-লায়ন্স। গর্ডনের প্রয়াণে বিশ্বফুটবলে শোকের ছায়া। দেশের জার্সির পাশাপাশি ক্লাব ফুটবলে সেযুগে দামি ফুটবলার ছিলেন গর্ডন। লেস্টার সিটির জার্সিতে ৩০০ ম্যাচে মাঠে নামার কীর্তি রয়েছে তারকা গোলকিপারের। পরবর্তী সময়ে ১৯৬৭সালে জার্সি বদল করে স্টোকস সিটিতে যোগ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct