উত্তরবঙ্গে নেপাল সীমান্তে গ্রেপ্তার করা হয়েছে ৬ রোহিঙ্গাকে। এদের মধ্যে একজন নারী। ধৃত ছয় রোহিঙ্গা শিলিগুড়ি হয়ে নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সশস্ত্র সীমা বল। ধৃতরা হলেন- সাইদুল হক, জুবের আহমেদ, মুহাম্মদ ইদ্রিস, রিয়াজ, রাজু, আলী আহমেদ এবং জাওয়ারা। ধৃত সকলের কাছ থেকেই রোহিঙ্গা শরণার্থী কার্ড উদ্ধার করা হয়েছে। জেরায় জানিয়েছেন, কাজের সন্ধানে নেপালে যাচ্ছিলেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মায়ানমার ছেড়ে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বসবাস করেছে। ভারত থেকে নেপাল যাওয়ার বিধি-নিষেধ কম থাকলেও সর্বদা কড়া নজরদারি চালায় জওয়ানরা। সীমান্ত এলাকায় ছয় ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই বিষয়টি সামনে আসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct