রাশিয়ার সঙ্গে সঙ্গে তথ্য ফাঁসের কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি দাবি করেন, ওই তথ্য অাদানপ্রদানের অধিকার তার রয়েছে। রুশ কর্তৃপক্ষের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এই ট্যুইট৷
এ ব্যাপারেমার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে, রাশিয়ার কাছে সন্ত্রাসবাদ ইস্যুতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য ফাঁস করেছেন ট্রাম্প। তবে ট্রাম্প প্রশাসন ওয়াশিংটন পোস্টের দাবি মানতে নারাজ৷
ওয়াশিংটন পোস্টের সংবাদের প্রতিক্রিয়ায় ট্রাম্প টুইট করে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তার রাশিয়ার সঙ্গে তথ্য বিনিময় করার অধিকার রয়েছে। সন্ত্রাসবাদ, বিমান পরিবহন প্রভৃতির নিরাপত্তা নিয়ে রাশিয়ার সঙ্গে তথ্য বিনিময় বলে জানান।
ট্রাম্পের স্বীকারোক্তির পর ডেমোক্র্যাটরা যেমন ট্রাম্পের সমালোচনা করছে, তেমনি রিপাবলিকানরা এ বিষয়ে ব্যাখ্যা দাবি করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct