আগামী বছর টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক ও প্যারালিম্পিকের শো-পিস ইভেন্ট। প্রতিবারই 'গ্রেটেস্ট শো অন আর্থ'-এ কিছু না কিছু চমক থাকে। তবে এবার সূর্যোদয়ের দেশ সবাইকে ছাপিয়ে যেতে চলেছে। পদক তৈরির অভিনবত্বে এখনই খবরের শিরোনামে জাপান। পুরনো স্মার্টফোন আর ল্যাপটপ রিসাইকেল করেই তাঁরা তৈরি করছে পদক। ২০১৭ থেকেই জাপান এসব ইলেকট্রেনিক ওয়েস্ট সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে। স্মার্টফোন আর ল্যাপটপ ছাড়াও রয়েছে পুরনো ডিজিট্যাল ক্যামেরা ও বিভিন্ন হ্যান্ডহেল্ড ডিভাইস। জাপানের টার্গেট রয়েছে ৩০.৩ কেজি সোনা, ৪,১০০ কেজি রুপো ও ২,৭০০ কেজি ব্রোঞ্জ সংগ্রহ করার। কমিটি ইতিমধ্যেই কাঙ্খিত ব্রোঞ্জ সংগ্রহ করে ফেলেছে গত জুনে। ৯০ শতাংশ সোনা ও ৮৫ শতাংশ রুপোও চলে এসেছে তাদের হাতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct