বিরাট সু-খবর টাক মাথাওয়ালাদের জন্য। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, পৃথিবীতে টাক মাথার লোকেরাই বেশি তেজস্বী, সফল এবং বুদ্ধিমান। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় জানা যায় যে, টাক মাথার পুরুষরাই অনেক বেশি কর্তৃত্ব পরায়ণ হন। এই গবেষণার ফলাফল জানলে টাক মাথাওয়ালা পুরুষদের নতুন করে চুল গজানোর জন্য আর ব্যয় করার প্রয়োজন হবে না। টাক মাথার পুরুষরা কেন অনেক বেশি কর্তৃত্বপরায়ণ হন তার ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন প্রযুক্তি উদ্যোগতা সেথ গডিন । তিনি বলেন, আমি বলছি না যে আপনার মাথার চুল ফেলে দিলেই আপনি অনেক সফল হবেন, কিন্তু আপনি সক্রিয়ভাবে কিছু শুরু করেছেন বলেই প্রতীয়মান হয়। কিন্তু টাক মাথার পুরুষরা শুধু অনেক বেশি শক্তিশালীই হন না বরং তারা অনেক বেশি বুদ্ধিমানও হন। জার্মানির সারলেন্ড বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট রোনাল্ড হেন্স একটি আন্তর্জাতিক গবেষণা পরিচালনা করেন ২০ হাজারের বেশি মানুষ নিয়ে। গবেষণায় পরামর্শ দেওয়া হয় যে, টেকো পুরুষদের বয়স্ক দেখালেও তাদের জ্ঞানী মনে হয় এবং তারা অনেক বেশি বুদ্ধিমান হন।
বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে টেকো মাথার পুরুষেরা অনেক বেশি যৌন ক্ষমতাশালী হন কারণ চুল পড়ে যাওয়ার সাথে টেস্টোস্টেরনের মাত্রার সম্পর্ক বিদ্যমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct