দেশের সার্বিক জনসংখ্যার ভিত্তিতে ঠিক হয়ে থাকে করা সংখ্যাগুরু আর কারা সংখ্যালঘু। কিন্তু সংখ্যালঘু হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সারা দেশের জনসংখ্যার উপর ভিত্তি করে নয়, রাজ্যভিত্তিক জনসংখ্যাকে ভেবে দেখতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বাধীন বেঞ্চ এ ব্যাপারে জাতীয় সংখ্যালঘু কমিশনকে সোমবার বলেছে, দেশ নয় রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠী চিহ্নিত করা যায় কিনা তা দেখতে হবে। বিষয়টি পুনর্বিবেচনা করার কথাও বলা হয়।
বিজেপির আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ এ কথা বলে। উপাধ্যায় দাবি জানিয়েছিলেন, জম্মু ও কাশ্মীরে জনসংখ্যার ভিত্তিতে সেখানে হিন্দুরা সংখ্যালঘু। তাই সেখানে সংখ্যালঘু হিসেবে সুবিধা পাওয়া উচিত হিন্দুদের। কিন্তু দেশের বিচারে যেহেতু হিন্দুরা সংখ্যাগুরু তাই তারা সে সুযোগ পাচ্ছে না। এর জন্য জম্মু ও কাশ্মীরে হিন্দুদেরকে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতির দাবি জানান। যে ব্যাপারে প্রধান বিচারপতি পুনরায় উপাধ্যায়কে আবেদন করার কথা বলেন। আগামী তিন মাসের মধ্যে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই তিন মাসের মধ্যে সংখ্যালঘু সংজ্ঞা নির্ণয় পুনর্বিবেচনা করার নির্দেশ দেওয়া হয় জাতীয় সংখ্যালঘু কমিশনকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct