সাহিত্যিক সলমান রুশদির কথা বই প্রেমিকদের নিশ্চই মনে আছে। স্যাটানিক ভার্সেস বা শয়তানের পদাবলী লিখে বিখ্যাত হয়েছিলেন। ওই বইতে মুসলিমদের পয়গম্বর হযরত মুহাম্মাদের সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন। কিন্তু তার পরিণাম এখনো ভুগতে হচ্ছে। একেবারে লুকিয়ে থাকতে হচ্ছে। এর কারণ ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ফতোয়া। সেসময় ইরান সলমান রুশদিকে হত্যা করলে পুরস্কার ঘোষণা করেছিলেন। ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারিতে জারি করা সেই ফতোয়া এখনো ওঠেনি। তাই রুশদিকে লুকিয়ে জীবন যাপন করতে হচ্ছে। আর সেই জীবন তাকে অতিষ্ঠ করে তুলছে। সে কথা নিজেই জানালেন রুশদি। প্যারিসে এই অনুষ্ঠানে রুশি বললেন কয়েক দশক ধরে লুকিয়ে থাকা আর ভালো লাগছে না। বন্দি জীবন থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু ইরান ফতোয়া না তলায় আশঙ্কায় দিন কাটাতে হচ্ছে। এই প্রসঙ্গে তিনি রবীন্দ্রনাথের কথা তুলে ধরেন। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ১৩ বছর ছদ্ম নামে লিখেছিলেন। আর তিনি ৪১ বছর লুকিয়ে থাকছেন। এখন রুশদির বয়স ৭১। এবার লুকিয়ে থাকা জীবনের মুক্তি চান তিনি। তিনি আশাপ্রকাশ করেন, এবার হয়তো ইরান তার উপর থেকে ফতোয়া তুলে নেবে। সেই অপেক্ষায় আছেন।