শান্তিপুর্ন এবং নির্বিঘ্নেই শেষ হলো ডোমকল পুরসভার দুটি বুথে।রবিবার ইভিএম ভাংচুর ও ছিনতাই এর ঘটনা ঘটেছিল ২০ নং ওয়ার্ডের আমিনাবাদ সেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৯৫ ও ৯৬ নং বুথে।নির্বাচন কমিশনের সীদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার পুনর্নির্বাচনের।সকাল ৭ টা থেকেই শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া, চলে বিকেল ৫ টা পর্যন্ত।সকাল থেকেই এই দুই বুথে ছিল লম্বা লাইন।বুথ এবং বুথের বাইরে এমনকি গোটা এলাকায় ছিল কঠোর পুলিশি প্রহরা।নির্বিঘ্নেই ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।৯৫ নং বুথে মোট ভোটদাতার সংখ্যা ৮৮৯ ও ৯৬ নং বুথে মোট ভোটদাতার সংখ্যা ৮৮০।দুই বুথ মিলিয়ে ভোট পড়েছে প্রায় ৮১ শতাংশ। এদিনের নির্বাচন অবাধ ও শান্তিপুর্ন হওয়ায় খুশি এলাকাবাসী। তাদের বক্তব্য এই প্রথম রক্তপাতহীন ভোট দেখল ডোমকল বাসী।জয়ের ব্যাপারে আশাবাদী বাম তৃনমূল দুই শিবির ই।
বুধবার ভোটগননা করাহবে ডোমকল বালিকা বিদ্যালয়ে।সেদিন ব্যালট বাক্স খুললেই বোঝা যাবে জনতা জনার্দন রায় দিয়েছেন কোনদিকে। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct