এবার ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরান। আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান এই মহড়া চালাবে বলে তাদের নৌবাহিনীর ডেপুটি কমান্ডারের তরফ থেকে জানানো হয়েছে। এটি দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইরানের মাকরান উপকূল থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত চলবে। বিশাল এই মহড়ায় ইরানি নৌবাহিনীর ডুবোজাহাজ, ভূমি থেকে সাগরে নিক্ষেপের উপযোগী ক্ষেপণাস্ত্র, চালকহীন বিমান, ইলেক্ট্রনিক যুদ্ধের সাজ-সরঞ্জামসহ অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করা হবে। মহড়ায় ইরানের মেরিন বিগ্রেড এবং নৌ কমান্ডোরা অংশ গ্রহণ করবে জানা গিয়েছে। মহড়ার মাধ্যমে এ অঞ্চলে ইরানের ক্ষমতা প্রদর্শন করবে।এমনকি আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এই ক্ষমতা প্রদর্শন করবে বলে জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct