শনিবার ছিল রাজ্য সিভিল সার্ভিসের পরীক্ষা ডবলিউবিসিএস। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত এই পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক তৈরি করা হয়। আমলা তৈরির এই প্রবেশিকা পরীক্ষায় এবার উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে বিরোধী শক্তি অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলেমিন বা মিম-এর শীর্ষ নেতা সাংসদ মাওলানা আসাদউদ্দিন ওয়েসির নাম। ডবলিউবিসিএস-এর বিভিন্ন পরীক্ষার্থী সূত্রে জানা গেছে, তাদের যে ২০০ প্রশ্নমালা দেওয়া হয়েছিল তার মধ্যে দেশের অন্য কোনও রাজনৈতিক দলের নাম না এলেও এসে গেছে এআইএমআইএম-এর নাম। একটি প্রশ্নে লেখা হয়েছে এআইএমআইএম দলের নেতার নাম কী? তাতে পছন্দের যে নামগুলো দেওয়া ছিল তার মধ্যে ছিল আসাদউদ্দিন ওয়েসির নাম। ফলে সুপরিচিত নেতা হিসেবে হায়দরাবাদ ভিত্তিক এআইএমআইএম-এর শীর্ষ নেতার নাম উত্তর হিসেবে এসে যা।
তবে সম্প্রতি তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে টিআরএসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়েছিল এআইএমআইএম। তাতে সফলও হয়। তাদের সাতজন বিধায়ক নির্বাচিত হন।তেলেঙ্গানা মন্ত্রিত্বের তালিকায়ও জায়গা পেয়েছে এআইএমআইএম-এর বিধায়কের। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল এ রাজ্যে এআইএমআইএম বা তাদের নেতা আসাদউদ্দিনের কোনও চিহ্ন না থাকলেও রাজ্য সরকারের প্রশ্নমালায় তার নাম চলে এসেছে, যা অনেককে অবাক করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct